ইবতেদায়ী / প্রাইমারী (৫ম শ্রেণী)

ইবতেদায়ী / প্রাইমারী (৫ম শ্রেণী) :

শ্রেণী সংখ্যা ২টি। সময় ২ বছর। ব্যবস্থাপনা আবাসিক।



লক্ষ্য:১. দীনী তা‘লীমের অবশ্য জরুরী পরিমাণ শিক্ষাদানসহ আমলী ও আখলাকী তারবিয়ত প্রদান।


২. জামিয়ার কিতাব বিভাগের মুতাওয়াসসিতা স্তরের প্রথম শ্র্রেণীতে অধ্যয়নের যোগ্যতা অর্জনের সঙ্গে সাধারণ শিক্ষার ৫ম শ্রেণীর সমমানের জ্ঞান লাভ।


পঠিতব্য বিষয়:১. তাজবীদসহ কুরআন মজীদের তিলাওয়াত। আমপারার হিফজ। ২. আহকামে শারইয়্যাহ, আখলাক ও আদাবে নববী এবং আদইয়ায়ে মাসনূনার তা‘লীম। ৩. আরবী উর্দূ ও ফারসী সাহিত্যের প্রাথমিক পরিচয়।

শিক্ষার মাধ্যম: মাতৃভাষা (বাংলা)।


বয়স : ৯ বছর থেকে ১১ বছর।

প্রশিক্ষণপ্রাপ্ত কারী ২ জন

আরবী শিক্ষক ২জন

বাংলা শিক্ষক ২ জন মোট ৬ জন।

No comments

Powered by Blogger.