মুতাওয়াস্‌সিতা / মাধ্যমিক স্তর

 মুতাওয়াস্‌সিতা / মাধ্যমিক স্তর :



শ্রেণী: ৪টি, সময় চার বছর, ব্যবস্থাপনা আবাসিক।

লক্ষ্য: ১. দীনিয়াত (ফেকাহ, উসূলে ফেকাহ, সীরাত ও তারীখে ইসলাম)-এর প্রাথমিক জ্ঞান লাভ। ২. আরবী সাহিত্যে (কাওয়াদে আরবী নাহুসহ) পর্যাপ্ত জ্ঞান লাভ। ৩. বাংলা সাহিত্যে (ব্যাকরণ-রচনাসহ) সাধারণ শিক্ষার ১০ম শ্রেণীর সমমানের জ্ঞান লাভ। ৪. মধ্যম মানের মেধাসম্পন্ন ছাত্রগণের জন্য যে কোন একটি কারিগরী বিদ্যা।


শিক্ষার মাধ্যম: মাতৃভাষা।

বিষয়ভিত্তিক পঠিত কিতাবাদির ভাষা বাংলা ও আরবী, অবশ্য তারীখে ইসলাম ও সীরাতের জন্য উর্দূ।

বয়স: ১২ থেকে ১৬ বছর।

উস্তাদ: ৮ জন।


পঠিতব্য বিষয়:

১. তরজমায়ে কুরআন মাজীদ ২১ থেকে ৩০ পারা (শানে নুযুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং ব্যাকরণ ও অলংকারের ব্যবহার উদ্ধারের মাধ্যমে।

২. হাদীসে নববী (শাব্দিক অর্থ ও মর্মার্থসহ সংকলিত কিতাব)।

৩. ইলমুল ফিকাহ (মাধ্যমিক পর্যায়ের)

৪. ইলমে উসূলে ফিকাহ (মাধ্যমিক পর্যায়ের)

৫. ইলমুল কালাম (প্রাথমিক পর্যায়ের)

৬. আখলাক ও তাসাউফ (প্রাথমিক পর্যায়ের)

৭. সীরাত ও তারীখে ইসলাম (খিলাফতে রাশেদা ও উমাইয়্যা)

৮. আরবী সাহিত্য (উচ্চ পর্যায়ের।)

৯. বালাগাত (অলংকারশাস্ত্র) (মাধ্যমিক পর্যায়ের)।

১০. মান্তিক ও হিকমত (প্রাথমিক পর্যায়ের।)

No comments

Powered by Blogger.