তাকমীল/ দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর স্তর।)

 তাকমীল/ দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর স্তর।)



শ্রেণী: ১টি, শিক্ষার মেয়াদকাল ১ বছর। (তবে কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের ভবিষ্যত পরিকল্পনা দাওরায়ে হাদীসকে দু’বছর মেয়াদে পড়ানো।

লক্ষ্য: ইলমুল হাদীসে বুৎপত্তি অর্জন।

বয়স: অনূর্ধ্ব ২৪ বছর।

মুহাদ্দিস সংখ্যা: ১৪ জন।


পঠতব্য বিষয় ও গ্রন্থ: (১) বুখারী শরীফ (২) মুসলিম শরীফ। (৩) তিরমিযী শরীফ। (৪) আবূ দাঊদ শরীফ। (৫) নাসাঈ শরীফ (৬) ইবনে মাজাহ শরীফ। (৭) ত্বহাবী শরীফ। (৮) মুয়াত্তা ইমাম মালেক। (৯) মুয়াত্তা ইমাম মুহাম্মদ। (১০) শামায়েলে তিরমিযী। (১১) উসূলে হাদীস। (১২) তারীখে তাদবীনে হাদীস।

No comments

Powered by Blogger.