ফযীলত (স্নাতক) স্তর

 ফযীলত (স্নাতক) স্তর :



শ্রেণী: ২টি।

শিক্ষার মেয়াদ কাল: দুই বছর।

লক্ষ্য: দীনিয়াত ও আরবী সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন।

শিক্ষণীয় ভাষা: আরবী।

শিক্ষার মাধ্যম: আরবী/বাংলা।

বয়স: ২০ থেকে ২২ বছর।

উস্তাদ: ৯ জন।


পঠিতব্য বিষয়:

১. তাফসীরে কুরআন মাজীদ (প্রাথমিক পর্যায়ের) উসূলে তাফসীরসহ।

২. হাদীসে নববী (অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ) উসূলে হাদীসসহ।

৩. ইলমুল ফিকাহ (মাধ্যমিক পর্যায়ের)।

৪. উসূলে ফিকাহ (উচ্চ পর্যায়ের)।

৫. ইলমুল কালাম (মাধ্যমিক স্তরের)।

৬. ইলমুল আখলাক (মাধ্যমিক স্তরের)।

৭. তারীখে ইসলাম (আব্বাসিয়া ও অন্যান্য মুসলিম শাসন)।

৮. আরবী সাহিত্য (উচ্চ পর্যায়ের)।

No comments

Powered by Blogger.