ছানভী / উচ্চ মাধ্যমিক স্তর

 ছানভী / উচ্চ মাধ্যমিক স্তর :



শ্রেণী: ২টি

শিক্ষার মেয়াদকাল: দুই বছর।

ব্যবস্থাপনা: আবাসিক/অনাবাসিক

লক্ষ্য: আরবী সাহিত্য ও ফিকাহশাস্ত্রে পর্যাপ্ত জ্ঞান লাভ।


শিক্ষার মাধ্যম: আরবী/মাতৃভাষা বাংলা

বয়স: ১৭ থেকে ১৯ বছর।

শিক্ষক সংখ্যা: ৬ জন।


পঠিতব্য বিষয় :

১. ব্যখ্যাসহ কুরআনের তরজমা: ১ থেকে ২০ পারা।

২. হাদীসে নববী (রিয়াজুস্ সালিহীন ১ম ও ২য় খণ্ড)

৩. ফিকাহ ও উসূলে ফেকাহ।

৪. বালাগাত (আরবী অলংকারশাস্ত্র)।

৫. আরবী সাহিত্য।

৬. ইলমুল ফারায়েয ইত্যাদি।

No comments

Powered by Blogger.